Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যাদু নগরের শিব মন্দির
স্থান

১নং ভোলাহাট ইউনিয়নের ভোলাহাট গ্রামে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

ভোলাহাট উপজেলা হতে পশ্চিমে মাত্র ১.৫ কিঃমিঃ দুরে অবস্থিত। রিক্সা যোগে বা অটো যোগে যাওয়া যায়। ভাড়া মাত্র ১৫-২০ টাকা।

যোগাযোগ

অফিসার ইনচার্জ, ভোলাহাট থানা

01713 373823

বিস্তারিত

ঐতিহাসিক গৌড়ের একেবারেই নিকটতম স্থান হিসেবে ভোলাহাট উপজেলায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পুরাকীর্তি। অনুসংদ্ধান করলে বেরিয়ে যেতেও পার কালের নিরব স্বাক্ষী বা অতীত ঐতিহ্য। যা ইতিহাসের পাতায় নতুন মাত্রা যোগ দিতে পারে। যেমনটি দিয়েছে ২য় বৌদ্ধ রাজা  ধর্মপালদেবের তাম্রশাসনটি। কালের আবর্তে, অবহেলা আর অযত্নের ফলে আমরা হারাতে বসেছি অনেকপুরু কীর্তি। উপজেলা ভোলাহাট গ্রামে অতি প্রাচীন তিনটি শিব মন্দির-এর অস্থিত্ব এখনো বিদ্যমান। ভোলাহাট থানা পুলিশের কার্যালয় যেতে ডান দিকে একটি এবং বাম দিকে আরও ২টি শিব মন্দির পাশাপাশি অবস্থানে রয়েছে। এই মন্দিরগুলিকে স্থানীয় অধীবাসিরা চামচিকা মন্দির ,বলে থাকে। এর মধ্যে উত্তরের গৌড়িয়া ইটের তৈরী মন্দিরটি অতি প্রাচীন।