Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আপনাদের নানা প্রশ্ন

আপনাদের নানা প্রশ্ন

 

প্রশ্ন:আমি যদি মামলা করতে চাই, আমাকে কি করতে হবে?

উত্তর:মামলা করার জন্য থানার ভারপ্রাপ্তকর্মকর্তা বরাবর ঘটনার তারিখ, সময়, স্থান, বিবরন ও যেকারনে মামলা করতে চান সেবিষয়ে সুষ্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্য দিয়ে লিখিত ভাবে দরখাস্ত করতে হবে। থানার ভারপ্রাপ্তকর্মকর্তা তদন্তসাপেক্ষে অথবা প্যোয়েজ্যক্ষেত্রে তদন্ত না করেই সরাসরি মামলা হিসেবে রেকর্ডকরবেন।

 

প্রশ্ন: আমি যদি মামলা করতে চাই, তাহলে কতটাকা খরচ হবে?

উত্তর: মামলা করার জন্য কোনটাকা লাগেনা।

 

প্রশ্ন: জিডি করতে হলে কত টাকা লাগে?

উত্তর: জিডি করতে কোন টাকা বা ফি লাগেনা।

 

প্রশ্নথানায় মামলা নিতে না চাইলে কি করবো?

উত্তর: থানায় কোন কারনে মামলা গ্রহণ করতে না চাইলে এবং মামলা করার উপযুক্ত ভিত্তি থাকলে সরাসরি সংশ্লিষ্ট থানার আমলী আদালতে মামলা করা যাবে।

 

প্রশ্ন: ইভটিজিং এর ঘটনা ঘটলে কি ভাবে প্রতিকার পেতে পারি?

উত্তর: কোনস্থানেই ভটিজিং এর ঘটনা ঘটলে প্রতিকারের জন্য তাৎক্ষনিক ভাবে থানায় অথবা উপজেলা নির্বাহী অফিসার অথবা সহকারী কমিশনার (ভূমি) এর নিকট জানাতে হবে।

 

প্রশ্নমাদক পাচার ওমাদক ব্যবসা বিষয়ে কোথায় জানাতে হবে?

উত্তর: মাদকপাচার ও মাদকব্যবসা বিষয়ে আপনার নিকট কোন তথ্য থাকলে সে বিষয়ে থানায়, মাদকনিয়ন্ত্রণদপ্তরে অথবা উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানাতে হবে।