দেশের অন্যান্য অঞ্চল থেকে ভোলাহাট উপজেলার ভূ-প্রকৃতি যেমন পৃথক, এখানকার মানুষের মুখের ভাষারও তেমন স্বাতন্ত্র রয়েছে। পন্ডিতেরা এ ভাষাকে গৌড় বরেন্দ্রী উপভাষা হিসেবে আখ্যায়িত করেছেন।
রাজশাহী জেলার গোদাগাড়ী ও সমগ্র চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহৎ অংশ গৌড় বরেন্দ্রভূমির অন্তর্ভূক্ত। এ কারণে ভোলাহাট এর ভাষাকে সাধারণত: চাঁপাইনবাবগঞ্জের ভাষা হিসেবে অনেকে আখ্যায়িত করলেও ভোলাহাটের ভাষার ক্ষেত্রে কিছুটা স্বতন্ত্রতা, বৈচিত্র ও বিশেষত্ব রয়েছে। ভোলাহাটের ভাষা বিভিন্ন অঞ্চলের সম্মিলিত ভাষার সংমিশ্রণ বললেও খুব বেশী বাড়িয়ে বলা হয় না। এ ভাষার মধ্যে রয়েছে রাঢ় ও বংগীয়। চাঁপাইনবাবগঞ্জ ও মালদহ জেলার কালিয়াচক, মানিকচক, রতুয়া, বামনগোলা হাবিবপুর ও টাঁড়া এলাকাসহ মুর্শিদাবাদ জেলার লালগোলা ও জংগীপুর এবং পূর্ণিয়া জেলার কিয়দাংশ মানুষের ভাষাগত মিশ্রণের ছায়া লক্ষণীয়। যাকে আমরা এক কথায় বৃহত্তর গৌড়িয়া উপভাষা হিসেবেও আখ্যায়িত করতে পারি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS